যে কোনো মুহূর্তে হারাতে পারেন গুগল অ্যাকাউন্ট
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩, ১৭:৫৯
গুগল ছাড়া এক মুহূর্তও কাটানো সম্ভব না। যখন যা কিছু জানতে চান এক ক্লিকেই সবকিছু হাজির ফোনের স্ত্রিনে। গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। তবে যদি হঠাৎ দেখেন আপনার গুগল অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে।
হ্যাঁ, গুগল কিছুদিনের মধ্যেই অ্যাকাউন্ট, জি-মেইল ডিলিট করে দেবে। এতে গুগলে থাকা সব তথ্য, ছবি, ভিডিও হারাতে পারেন। তারপরও কেন গুগল অনেকের জি-মেইল অ্যাকাউন্ট এবং গুগল অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে? এমন প্রশ্নই সবার মনে। আসলে যারা ২ বছরের বেশি সময় ধরে জি-মেইল অ্যাকাউন্ট লগইন করেননি তারা বিপদে পড়তে পারেন।
গুগল সিদ্ধান্ত নিয়েছে যেসব জি-মেইল অ্যাকাউন্টে ২ বছরের বেশি সময় ধরে লগইন করা হয়নি, সেইসব অ্যাকাউন্ট সরিয়ে দেবে তারা। ইনঅ্যাকটিভ অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নতুন আপডেট নিজেদের পলিসিতে যুক্ত করেছে গুগল কর্তৃপক্ষ।
- ট্যাগ:
- প্রযুক্তি
- জিমেইল
- গুগল অ্যাকাউন্ট
- অব্যবহৃত