‘আদিপুরুষ’-এর পুনরাবৃত্তি চান না ছবিতে, কোন তত্ত্ব মেনে তৈরি হচ্ছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’?
মুক্তির আগে ছিল একাধিক বাধা ও বিপত্তি। মুক্তির পরেও বিতর্ক পিছু ছাড়েনি ‘আদিপুরুষ’-এর। ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’-এর আধুনিক সংস্করণ আঘাত হেনেছে ধর্মীয় ভাবাবেগে, এমন অভিযোগ উঠেছে একাধিক বার। তাই ছবির তৈরির আগে থেকেই বাড়তি সতর্ক বলিউড পরিচালক নীতেশ তিওয়ারির ছবি ‘রামায়ণ’। ‘আদিপুরুষ’-এর মতোই ভারতীয় মহাকাব্য রামায়ণ অবলম্বনে তৈরি হওয়ার কথা এই ছবিরও। তবে খবর, ‘আদিপুরুষ’ ছবিকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা থেকে নাকি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছেন নীতেশ। ছবি তৈরির ক্ষেত্রেও নাকি অন্য পথে হাঁটতে চলেছেন ‘বাওয়াল’-এর পরিচালক।
দিন কয়েক আগেই নীতেশ জানিয়েছিলেন, তিনি যে ভাবে ‘রামায়ণ’কে ভেবেছেন, তাতে নাকি দর্শক চটবেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই দাবিই করেছেন ‘দঙ্গল’ ও ‘ছিঁছোড়ে’ খ্যাত পরিচালক। নীতেশের কথায়, ‘‘আমি খুব সহজ ভাবে এই বিষয়টাকে দেখি। দিনের শেষে আমি নিজেও তো এখনও এক জন দর্শক। দর্শক হিসাবে আমি পর্দায় যা দেখতে পছন্দ করব না, নির্মাতা হিসাবে তেমন ছবি আমি বানাব না। আমার বিশ্বাস, আমি যে ছকে ‘রামায়ণ’কে ভাবি, তা দেখে কেউই রাগ করবেন না।’’ এ বার খবর, ‘আদিপুরুষ’-এর মতো একটি ভাগেই নাকি ‘রামায়ণ’-এর গল্প বলার কাজ সেরে ফেলবেন না নীতেশ। তার বদলে মোট তিনটি ভাগে নাকি তৈরি হতে চলেছে এই ছবি। ভারতীয় মহাকাব্যের গল্প যাতে সঠিক ভাবে দর্শকের কাছে পৌঁছে দিতে পারেন তিনি, সে কথা মাথায় রেখেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
- ট্যাগ:
- বিনোদন
- ধর্মীয় অনুভূতিতে আঘাত