সুপ্রিম পার্টির ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ১৭:৩২

নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচনের কমিশনের (ইসি) নিবন্ধনের জন্য চূড়ান্ত হওয়া দুটি দলের একটি বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। দলটির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেছেন, ‘বাংলাদেশ সুপ্রিম পার্টির বিরুদ্ধে অনেকেই বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত। তারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এবং নির্বাচন কমিশনে ‘মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক তথ্য দাখিল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করে নির্বাচন কমিশন, সরকার, দেশের আইন আদালতকে প্রশ্নবিদ্ধ ও প্রভাবিত করার চেষ্টা করছেন। এই অপপ্রচারকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে দরখাস্ত প্রত্যাহারসহ সংবাদ সম্মেলন করে জাতির সামনে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’


শনিবার (২২ জুলাই) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে ‘দেশ বিরোধী ষড়যন্ত্র, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার’-এর প্রতিবাদে ও ‘দেশদ্রোহী মোসাদ এজেন্টদের শাস্তি এবং সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন’-এর দাবিতে বিক্ষোভ মিছিল করে দলটি। মিছিলের আগে এক সমাবেশে বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।


সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, ‘বাংলাদেশের মানুষের আন্দোলনের মাধ্যমে এ দেশে ১৯৯৬ সনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু এটা ছিল বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, রাজনীতিবিদদের জন্য অবমাননাকর একটি ব্যবস্থা। তারপরও রাজনীতিবিদ ও দেশের মানুষ তা মেনে নিয়েছে। দেশের উন্নয়ন, অগ্রগতি ও স্থিতিশীলতার স্বার্থে অংশগ্রহণমুলক অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও