কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সোনারগাঁ বন বিভাগের কার্যালয়ে মাদকের আখড়া

সমকাল সোনারগাঁও প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ১২:৩১

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বন বিভাগের কার্যালয়টি অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত ওই কার্যালয়ের প্রধান ফটক সারাক্ষণ তালাবদ্ধ থাকলেও দেয়াল টপকে ভেতরে আসর জমায় মাদকসেবীরা। স্থানীয়রা বলছেন, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যরাই এতে জড়িত।


বারদী রিবর এলাকার বাসিন্দা ওয়াহেদ উল্লাহ বলেন, বন বিভাগে এসে কখনও কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। ফলে কার্যালয়টি তাদের কাজে আসছে না। সব সময়ই প্রধান ফটক তালাবদ্ধ পেয়েছেন। মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামের আরিফুল ইসলাম বলেন, অরক্ষিত থাকার কারণে বিকেল থেকে এখানে অপরাধীরা আড্ডা জমায়। যে কারণে স্থানীয়রা আতঙ্কে রয়েছেন।


সোনারগাঁ পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন বলেন, নির্বিচারে গাছ কাটা বন্ধে বন বিভাগের কর্মকর্তারা ভূমিকা নিতে পারছেন না। বন বিভাগের কার্যালয়টি মাদকসেবী, ছিনতাইকারীদের আখড়ায় পরিণত হয়েছে। তাদের ঠেকাতে প্রশাসনের নজরদারি প্রয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও