নাগরিকের তথ্য ফাঁস: দক্ষ জনবলের অভাব ও কারিগরি ত্রুটিকে দায়
শতকোটি টাকার বেশি খরচ এবং শতাধিক মামলা করেও গুজব ঠেকানো যাচ্ছে না। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ, তদারকি, নিবন্ধন ও জবাবদিহির আওতায় আনতে চায় সরকার। এ জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সূত্র এ তথ্য জানিয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলেছে, গত চার বছরে বিভিন্ন সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, ধর্মীয়, সরকারপ্রধান, মন্ত্রী, সংসদ সদস্য, আমলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাহিনীর সদস্য, মৃত্যুসহ বিভিন্ন বিষয়ে গুজব ছড়ানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব গুজবের কোনোটি দেশের ভেতর থেকে, আবার কোনোটি দেশের বাইরে থেকে ছড়ানো হয়। মূলত দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এমন গুজব।