আইওএসে ‘পাসকি লগইন’ চালু করছে টিকটক
আইফোনে ‘পাসকি লগইন’ সমর্থিত থার্ড পার্টি অ্যাপের ব্যবহার বেড়েছে। তবে এখন নিজস্ব পাসকি লগইন সুবিধা চালু করছে জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপ। ব্যবহারকারী এখন থেকে নিজের ‘অ্যাপল আইডি’ সংশ্লিষ্ট পাসকির মাধ্যমেই জনপ্রিয় এই প্ল্যাটফরমে প্রবেশের সুযোগ পাবেন। এর মানে, ‘ফেইস’ বা ‘টাচ আইডি’র মাধ্যমে তারা নিজেদের অ্যাকাউন্টে সহজেই প্রবেশ করতে পারবেন।
পাসকি বা পাসওয়ার্ড কি ব্যবস্থাকে পাসওয়ার্ডের নিরাপদ বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। আর এগুলো গঠিত হয় এক জোড়া ‘ক্রিপ্টোগ্রাফিক কি’র মাধ্যমে। এর মধ্যে একটি হলো ‘পাবলিক কি’, যা ওয়েবসাইট বা সেবার সঙ্গে যুক্ত। আর অন্যটি ‘প্রাইভেট কি’, যা কেবল ব্যবহারকারীর ডিভাইসে সংরক্ষিত থাকে। টিকটকের মতো অ্যাপগুলোর কাছে এমন প্রাইভেট কির প্রবেশাধিকার থাকে না। ব্যবহারকারীও এটি কপি করে অন্য কোথায় ব্যবহারের সুযোগ পান না। ফলে ডেটা ফাঁস বা দুর্বল ব্যবস্থার মাধ্যমে সামাজিক মাধ্যম হ্যাকিংয়ের কথা বিবেচনা পাসকির প্রতিরোধ ক্ষমতা ভালো।