এক্সপ্রেসওয়েতে হোঁচট রেলপথের কাজ

www.ajkerpatrika.com টঙ্গী প্রকাশিত: ২১ জুলাই ২০২৩, ১২:২৬

ঢাকা-টঙ্গী সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে দ্বিতীয় ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ ১৩ বছরে এক-তৃতীয়াংশও শেষ হয়নি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে ধাপে ধাপে জমি বুঝে পেতে সময় লাগবে ২০২৪ সাল পর্যন্ত। এ ছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে বাধা পাচ্ছে কাজের অগ্রগতি। ১৩ বছরে কাজের অগ্রগতি ২৯ দশমিক ৫ শতাংশ। প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে এসব জানা গেছে।


সূত্রমতে, রাজধানীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগের উন্নতির লক্ষ্যে ২০১২ সালের নভেম্বরে বাংলাদেশ রেলওয়ে প্রকল্পটি হাতে নেয়। শেষ হওয়ার কথা ছিল ২০১৫ সালে। তবে মূল কাজ শুরুই হয় ২০১৯ সালে, যা শেষ হওয়ার কথা ছিল এ বছর জুনে। কিন্তু আরও চার বছর বাড়িয়ে মেয়াদ ধরা হয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। শুরুতে যে পরিকল্পনা ছিল, তা পরিবর্তন করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও