রাসেল ঝড়ের পরও ফের হারল নাইট রাইডার্স

দেশ রূপান্তর প্রকাশিত: ২১ জুলাই ২০২৩, ১১:২৯

আবারও ব্যর্থ আন্দ্রে রাসেলের ঝড়। এই ক্যারিবিয়ান ব্যাটারের টর্নেডো ইনিংসে চ্যালেঞ্জিং পুঁজি গড়েছিল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। কিন্তু আগের ম্যাচগুলোর মতোই ব্যর্থতা সঙ্গী দলটির। সম্মিলিত ব্যাটিংয়ে ওয়াশিংটন ফ্রিডম তুলে নিয়েছে দারুণ জয়।


মেজর লিগ ক্রিকেটে নিজেদের চতুর্থ ম্যাচে ৬ উইকেটে হেরেছে নাইট রাইডার্স। চার ম্যাচ খেলে সব কটিতেই হারল দলটি। বাকি তাদের আর এক ম্যাচ। তাই পরের পর্বে যাওয়ার আশা কার্যত শেষ সুনিল নারিনের নেতৃত্বাধীন দলটির।


বাংলাদেশ সময় শুক্রবার ভোরে অনুষ্ঠিত ম্যাচটিতে নাইট রাইডার্সের দেওয়া ১৭৬ রানের লক্ষ্য ১১ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে ওয়াশিংটন। দলটিকে জয়ের ভিত গড়ে দেয় তাদের ওপেনিং জুটি। উদ্বোধনী জুটিতে ৫.২ ওভারে ৬৮ রান যোগ করেন ম্যাথু শর্ট ও আন্দ্রিস গোউস। শর্ট ৩৫ বল ৪৩ ও গোউস ১৫ বলে ৪০ রান করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও