কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সারা দেশে মৃদু তাপপ্রবাহের আভাস

বণিক বার্তা আবহাওয়া অধিদফতর প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ১৫:২৬

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বইছে। একই সঙ্গে মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় সারাদেশে বৃষ্টির প্রবণতা কমে  তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সবশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে টেকনাফ ও গোপালগঞ্জে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ ছিল একেবারেই বৃষ্টিহীন।


এ সব তথ্য নিশ্চিত করে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। 


এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান মনোয়ার হোসেন। তিনি আরো জানান, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও