কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খানকা দখল করে বিএসপির কার্যালয়, সাইফুদ্দিনের বিরুদ্ধে ভাই-বোনদের অভিযোগ

www.ajkerpatrika.com বাংলাদেশ নির্বাচন ভবন প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ১৫:১৪

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাওয়ার তালিকায় থাকা বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারির বিরুদ্ধে খানকা শরিফ দখল করে রাজনৈতিক কার্যালয় বানানোর অভিযোগ করেছেন তাঁর আপন ছোট ভাই ও দুই বোন। সেই সঙ্গে সংগঠনটিকে নিবন্ধন না দেওয়ার পাশাপাশি তাদের পারিবারিক সম্পত্তি ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীসহ নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা। 


আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব বরাবর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দেন তাঁরা। 


বিএসপির চেয়ারম্যানের ছোট ভাই সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারি এ সময় সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ সুপ্রিম পার্টি নামে দলটি নিবন্ধনের জন্য আবেদন করেছে। আমাদের অভিযোগ হচ্ছে—ঢাকা, চট্টগ্রাম, ফরিদপুর, কুমিল্লা এবং অন্যান্য জায়গায় যে কার্যালয়গুলো দেখানো হয়েছে, সেগুলো সব আমাদের পারিবারিক সম্পত্তি। এখানে আমরা আমাদের পরিবার, বিবি-বাচ্চা নিয়ে বসবাস করি। আসলে হীন উদ্দেশ্য হচ্ছে, আমাদের পারিবারিক সম্পত্তি দখল করা। সেগুলো নিয়ে কোর্টে মামলা চলমান। আমরা দুই ভাই, দুই বোন। উনি আমার বড় ভাই হিসেবে আমার এবং ছোট দুই-বোনের সম্পত্তি আত্মসাৎ করার কুমানসে আমাদের পারিবারিক সম্পত্তির ওপর নির্বাচনী কার্যালয় বসিয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও