টানা পাঁচ দিন কেঁদেছিলেন নেইমার, ছাড়তে চেয়েছিলেন ব্রাজিল দল
কাতারে গত ডিসেম্বরে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ব্রাজিল–ক্রোয়েশিয়া ম্যাচ নিশ্চয়ই মনে আছে? অতিরিক্ত সময়ে এগিয়ে গিয়েও গোল হজম করে সমতায় ফিরতে বাধ্য হয় ব্রাজিল। এরপর টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় বিশ্বকাপ থেকে। সেই হারে নেইমার এতটাই দুঃখ পেয়েছিলেন যে ছাড়তে চেয়েছিলেন ব্রাজিল জাতীয় দল। ব্রাজিলের খ্যাতিমান সংবাদকর্মী, ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরোকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন নেইমার।
স্ট্রিমার কাসিমিরোকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন, গত বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে হারের পর জাতীয় দল থেকে অবসর নিতে চেয়েছিলেন। নেইমার নিশ্চিত করেছেন, শিগগিরই জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন না। সাক্ষাৎকারে নেইমারের কথাগুলো প্রকাশ করেছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো।
পিএসজির এ ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘সত্যি বলতে বিশ্বকাপের পর আমি আর (জাতীয় দল) ফিরতে চাইনি। কিন্তু নতুন করে আবারও ভাবতে হয়েছে। আমি তো সাফল্যের জন্য ক্ষুধার্ত, তা-ই না? তাই ওই ভাবনা পুনর্বিবেচনা করে পাল্টাতে হয়েছে। বিশ্বকাপের পর আমি আর কষ্ট পেতে চাইনি। কিন্তু পরিবারকে ভুগতে দেখাটাও কষ্টকর।’