You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশে প্রথম খবর পড়ল কৃত্রিম বুদ্ধিমত্তার অপরাজিতা

বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪–এর আজ সন্ধ্যা সাতটার সংবাদ। শুরুটা করলেন দুই সংবাদ উপস্থাপক ইসরাত আমিন ও ফারাবি হাফিজ। যথারীতি তাঁদের সংবাদ উপস্থাপন শুরু হলো। সাড়ে ১১ মিনিটের দিকে ফারাবি তৃতীয় সংবাদ উপস্থাপককে আহ্বান করেন।

এই উপস্থাপকের নাম ‘অপরাজিতা’। একনজরে সুশ্রী তরুণী এক সংবাদ উপস্থাপিকা। নেভিব্লু শার্টের ওপর ঘি রঙের ব্লেজার পরা। টানা কালো চোখ, বাঁকানো ভুরু, ঠোঁটে গাঢ় গোলাপী লিপস্টিক আর পরিপাটি করে আঁচড়ানো কালো চুল। দুই কানে ছোট দুটি দুল—গয়না বলতে এই। সব মিলিয়ে ছিমছাম, সুন্দর। কে এই অপরাজিতা?  

অপরাজিতা পর্দায় আসার আগে ফারাবি হাফিজের কথা না শুনলে মনে হতো নতুন কোনো সংবাদ উপস্থাপক হবেন। নতুন তো বটেই, তবে এই অপরাজিতা কোনো মানবী নন। সফটওয়্যারে তৈরি এক নারীর অবয়ব, যে বাংলায় খবর পড়তে পারে। চ্যানেল ২৪ যেভাবে পরিচয় করাল, ‘এআই প্রেজেন্টার’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন