
চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘লামা ২’ আনল মেটা
ওপেনএআই এর চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ‘লামা ২’ উন্মোচন করেছে সামাজিক মাধ্যম জায়ান্ট মেটা।
এ কোম্পানির প্রধান মার্ক জাকারবার্গ মঙ্গবার লামা চালুর ঘোষণা দিয়ে বলেন, মাইক্রোসফটের সঙ্গে জোট বেঁধে তৈরি করা নতুন এই ‘এআই সিস্টেম’ গবেষণা ও বাণিজ্যিক উদ্দেশ্যে বিনামূল্যেই ব্যবহার করা যাবে।
মাইক্রোসফটও বলেছে, লামা ২ উন্মোচনের পেছনে তাদের উদ্দেশ্য হল কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধাগুলোকে ‘সর্বজনীন’ করে তোলা।
এর আগে ফেব্রুয়ারিতে এই এআই সিস্টেমের ‘লামা’ সংস্করণটি প্রকাশিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা অন্য বড় প্রযুক্তি কোম্পানিগুলোর বিপরীতে অনেকটা উন্মুক্ত পদ্ধতিতে লামা নিয়ে কাজ করছে মেটা ও মাইক্রোসফট। এর ফলে বিভিন্ন কোম্পানি ও গবেষকরা নিজস্ব এআই ব্যবস্থা তৈরির জন্য লামার ডেটা ও কোড দেখার সুযোগ পাবেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- চ্যাটবট
- চ্যাটজিপিটি