উত্তরা-গুলিস্তান ও যাত্রাবাড়ী রুট গণপরিবহন শূন্য

ঢাকা পোষ্ট ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩, ১৫:১১

রাজধানীর আবদুল্লাপুর-উত্তরা থেকে গুলিস্তান যাওয়ার রাস্তায় গণপরিবহন শূন্য। একইভাবে উত্তরা থেকে প্রগতিসরণি-বাড্ডা হয়ে যাত্রাবাড়ী যাওয়ার রাস্তায়ও গণপরিবহন শূন্য। রাজধানীর গুরুত্বপূর্ণ এই দুই রুটে সকাল থেকে গণপরিবহন শূন্য হওয়ায় নগরবাসীকে পড়তে হয়েছে সীমাহীন ভোগান্তিতে।


ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে বাস না পাওয়ায় নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছেন না যাত্রীরা। ফলে বাধ্য হয়ে যাত্রীদের সিএনজিচালিত অটোরিকশা কিংবা রিকশা করে অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হচ্ছে।


রাস্তায় গণপরিবহন না থাকার বিষয়ে হাতেগোনা কয়েকটি বাসের চালক ও হেলপারদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজনৈতিক কর্মসূচির কারণে উত্তরার দিকে বাস নিয়ে যাওয়া যাচ্ছে না। অন্যদিকে বাস নিয়ে রামপুরা হয়ে গুলিস্তান কিংবা যাত্রাবাড়ী যাওয়া যাচ্ছে না। ফলে রাস্তায় খুব কম গণপরিবহন নেমেছে। এই কারণে রাস্তায় যাত্রী বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও