মাকে কুপিয়ে জখমের অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা

যুগান্তর প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ১৭:৩৪

পটুয়াখালীর দুমকিতে বৃদ্ধ মাকে কুপিয়ে জখমের অভিযোগে ছেলেসহ তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আহত মা থানায় মামলাটি করেন। এর আগে গত ৩০ মার্চ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড এলাকায় ওই মাকে কুপিয়ে আহত করে অভিযুক্ত ছেলে।



ভুক্তভোগী মায়ের নাম রাজিয়া বেগম। তিনি শ্রীরামপুর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড এলাকার মৃত আজিজ হাওলাদার স্ত্রী।


মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ২৬ বছর ধরে মা রাজিয়া বেগমকে খাবার ও ভরপোষণ দেন না ছেলে আব্দুল জলিল হাওলাদার। বাধ্য হয়ে মেয়ে আছিয়ার বাড়িতে আশ্রয় নেন তিনি। মেয়ের শ্বশুর বাড়ি পাশাপাশি হওয়ায় প্রায়শ জমিজমা নিয়ে ছেলের সঙ্গে রাজিয়া বেগমের বাগবিতণ্ডা হতো।


গত ৩০ মার্চ দুপুরে আব্দুল জলিলের ছেলে ইমরান (২৫) বিনা অপরাধে এক টমটম চালককে মারধর করে। বিষয়টি মোবাইলে ধারণ ও প্রতিবাদ করেন মেয়ের ঘরের নাতনি আসমা আক্তার (৩০)। এ ঘটনায় আসমাকে মারধর করে ইমরান। আসমার চিৎকারে নানী রাজিয়া বেগম, তার মেয়ে আছিয়া বেগম ও আসমার ফুফু এগিয়ে আসে। এ সময় ইমরান, তার বাবা জলিল ও মা কাজল তাদের ওপর হামলা চালায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও