কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মন্ত্রী-সচিবদের সাবেক পিএসদের কাঁধেই সংসদ নির্বাচন!

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩, ১১:৪৪

সম্প্রতি চার ধাপে দেশের ৩০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। নিয়মানুযায়ী এসব কর্মকর্তা আগামী নির্বাচনে (জাতীয় সংসদ নির্বাচন) রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। এ তালিকায় আছেন মন্ত্রী-সচিবের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্বপালন করা আট কর্মকর্তা।
 
মন্ত্রী-সচিবের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্বপালনের কারণে তারা তাদের একান্ত অনুগত হবেন বলে মনে করা হয়। তাদের হাতেই যদি জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনের দায়িত্ব থাকে, তাহলে কতটুকু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব— তা নিয়ে প্রশ্ন উঠেছে।
 
গত ৬ জুলাই ১০ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। জেলাগুলো হচ্ছে—ঢাকা, রাঙামাটি, বান্দরবান, টাঙ্গাইল, পাবনা, শরীয়তপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী ও গাজীপুর। এর তিন দিন পর গত ৯ জুলাই আরও ১০ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এদিন বরগুনা, যশোর, হবিগঞ্জ, বাগেরহাট, বরিশাল, ভোলা, নেত্রকোনা, পটুয়াখালী, সিলেট ও কুষ্টিয়ায় ডিসি নিয়োগ দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও