এশিয়ান গেমসে ফিরেছেন ফুটবলার শামসুন্নাহার
জ্বরের কারণে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে বাংলাদেশ দলে ছিলেন না শামসুন্নাহার জুনিয়র। আক্রমণভাগে তাঁর অভাবটা ফুটে উঠেছিল। সেপ্টেম্বরে চীনের হ্যাংঝুতে অনুষ্ঠেয় এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ দলে ফিরেছেন এ ফরোয়ার্ড।
এশিয়াডের জন্য মঙ্গলবার ২২ সদস্যের যে নারী জাতীয় দল ঘোষণা করেছে বাফুফে, তাতে বাদ পড়েছেন নেপাল সিরিজে থাকা সোহাগী কিসকু ও আকলিমা খাতুন। ক’দিন আগে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া ডিফেন্ডার আফিদা খাতুন, স্ট্রাইকার শাহেদা আক্তার রিপা এবং প্রথম প্রবাসী নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়াও আছেন এশিয়ান গেমসের দলে।
স্বাভাবিকভাবেই নেই ফুটবল থেকে অবসরে যাওয়া সিরাত জাহান স্বপ্না, আঁখি খাতুন, সাজেদা খাতুন ও আনুচিং মোগিনি। দলে নতুন কেউ নেই। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর হ্যাংঝুতে অনুষ্ঠিত হবে এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ। ১৯ সেপ্টেম্বর ফুটবলের মধ্য দিয়ে শুরু হবে গেমস।