সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৬ লাখ টাকা জরিমানা

সমকাল নলছিটি প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩, ০৯:৩১

ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার মালিককে ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়।


জানা যায়, উপজেলার মগর ইউনিয়নের রায়াপুর এলাকায় সুগন্ধা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন মো. সাইফুল ইসলাম ও মো. রোমান হাওলাদার।খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় আদালত সাইফুলকে (৩৮) ৫ লাখ ও রোমানকে (৩৭) এক লাখ টাকা জরিমানা করেন। সাইফুল বরিশাল সদরের জাগুয়া এলাকার হোসেন হাওলাদারের ছেলে ও রোমান একই এলাকার আমির হোসেন হাওলাদারের ছেলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও