দৃষ্টিশক্তির সমস্যা থেকে স্মৃতিভ্রংশের ঝুঁকি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩, ১৮:২৭
বয়স বাড়ার সঙ্গে স্মৃতিভ্রংশের ঝুঁকি বাড়ে। অন্যদিকে বার্ধক্যের সাথে জড়িত নানান বিষয় দৈনন্দিন জীবনে নানান রকম সমস্যা সৃষ্টি করে।
‘জামা অপথালমোলজি’ সাময়িকীতে প্রকাশিত গবেষণায় জানানো হয়, বয়স্কদের দৃষ্টিশক্তি হ্রাস স্মৃতিভ্রংশের সাথে সংশ্লিষ্ট হতে পারে। আরও বলা হয়েছে, যার দৃষ্টিশক্তির সমস্যা যত বেশি তার স্মৃতিভ্রংশের সম্ভাবনা তত বেশি।
দৃষ্টি সমস্যার ভিন্ন ধরন
দৃষ্টি সমস্যার প্রধান তিনটি ধরন হল- দূরত্ব তীক্ষ্ণতা, নিকট তীক্ষ্ণতা ও বৈপরীত্য সংবেদনশীলতা।
‘আমেরিকান অপ্টোমেট্রিক অ্যাসোসিয়েশন’য়ের তথ্যানুসারে, ‘ডিস্টেন্স অ্যাকুইটি’ বা দূরত্ব তীক্ষ্ণতা হল ২০ ফুট দূর থেকে দৃষ্টির তীক্ষ্ণতা পরিমাপ। এটা সাধারণত ‘স্নেলেন’ তালিকার অক্ষর পড়ার মাধ্যমে পরীক্ষা করা হয়।
- ট্যাগ:
- লাইফ
- চোখের সমস্যা
- দৃষ্টিশক্তি
- স্মৃতিভ্রংশ