এক দফা জনতার মুক্তির সনদ: গণতন্ত্র মঞ্চ
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩, ১৬:০০
গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, এই সরকার ক্ষমতায় থাকলে মানুষের ভোটের অধিকারের কোনও সম্ভাবনা নেই। এই সরকারের অধীনে মানুষ ভোটকেন্দ্রে যাবে না। কারণ, তারা জানে ভোট দিতে পারবে না। আমাদের একটাই কথা— এই সরকার বদলাতেই হবে। এবার আমরা এক দফার আন্দোলনে নেমেছি। এক দফা জনতার মুক্তির সনদ।
মঙ্গলবার (১৮ জুলাই) সকালে গণতন্ত্র মঞ্চের পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা এসব কথা বলেন।মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর মিরপুরের ১২ নম্বর বাসস্টান্ডে জড়ো হন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্যের নেতাকর্মীরা।জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘এই লড়াই বাঁচার লড়াই।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে