আয় প্রায় অর্ধেক কমেছে টুইটারের
চ্যানেল আই
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩, ১৪:৪২
গত বছরের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কিনে নেয় পৃথিবীর অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। এরপর থেকে টুইটার তার বিজ্ঞাপনী আয়ের প্রায় অর্ধেক হারিয়েছে।
বিবিসি এ তথ্য জানিয়েছে।
ইলন মাস্ক জানিয়েছেন, কোম্পানিটির জুন মাসের আয় প্রত্যাশিত নয়। টুইটার ঋণের বোঝার মধ্যে রয়েছে। নগদ প্রবাহ কমে গেছে। আয়ের চেয়ে ব্যয় বেশি কারণ কোম্পানির বিজ্ঞাপনী আয় অর্ধেকে নেমে এসেছে।
তিনি এক টুইটে বলেন, আমাদের বিলাসিতা করার আগে ইতিবাচক নগদ প্রবাহের দিকে পৌঁছাতে হবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- বিজ্ঞাপন আয়
- টুইটার