অপরিকল্পিত উন্নয়ন-নগরায়নে অস্বাভাবিক হারে বাড়ছে রাজধানীর বায়ুদূষণ
অপরিকল্পিত উন্নয়ন এবং নগরায়নের কারণে ঢাকা শহরে বায়ুদূষণ অস্বাভাবিক হারে বাড়ছে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন প্রবীণ এবং শিশুরা। বায়ুদূষণ নিয়ে কাজ করা সংশ্লিষ্টরা এজন্য সরকারের উদাসীনতাকে দায়ী করছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বলছে, বায়ুদূষণ কমাতে প্রত্যেকের নিজেদের জায়গা থেকে বৃক্ষরোপণ করার বিকল্প নেই।