কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়েছে ডেঙ্গু, দেড় মাসে ৪ রোহিঙ্গার মৃত্যু

চ্যানেল আই কক্সবাজার জেলা প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩, ১৩:২৯

পর্যটন নগরী কক্সবাজারে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দেড় মাসে মৃত্যু হয়েছে ৪ জন রোহিঙ্গার।


স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রজনন মৌসুমের পাশাপাশি কক্সবাজারে প্রতিদিন দেশের নানা এলাকার মানুষের আনাগোনা থাকায় ডেঙ্গু সংক্রমণ বেড়েছে।


কক্সবাজারে ২৩ লাখ স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে বসবাস করছে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিক। ঘন বসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অসংখ্য নালা-নর্দমা এবং যত্রতত্র ময়লা-আবর্জনার কারণে বর্ষায় প্রজনন মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ বেড়েই চলছে। এতে রোহিঙ্গাদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন স্থানীয়রাও।


জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারী থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২ হাজার ১১৭ জন। এদের মধ্যে ১ হাজার ৯৬৮ জন রোহিঙ্গা এবং ১৪৯ জন বাংলাদেশী নাগরিক।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও