করোনাকালের মতো বিশ্বে আবারও পিছিয়েছে শিশুদের টিকাদান প্রক্রিয়া: জাতিসংঘ

চ্যানেল আই প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩, ০৯:৫৮

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এর নতুন পরিসংখ্যান অনুসারে, কোভিড-১৯ মহামারী পর বিশ্বব্যাপী শিশুদের হাম এবং ডিপথেরিয়ার মতো মারাত্মক রোগের টিকাদানের প্রক্রিয়া পিছিয়ে পড়েছিল, যা ২০২২ সালে আবার পিছিয়ে যাওয়া শুরু হয়েছে।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


মঙ্গলবার (১৮ জুলাই) ডব্লিউএইচও এবং ইউনিসেফের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই টিকাদানের প্রক্রিয়া আবার থেমে গেছে। কারণ, ভারত এবং ইন্দোনেশিয়ার মতো বৃহৎ নিম্ন-মধ্যম আয়ের দেশগুলো বিভিন্ন শক্তিশালী দেশের চাপে পড়ে এই টিকাদান কর্মসূচিগুলোতে মনোনিবেশ করতে পারছে না।


২০২২ সালে ২০ দশমিক ৫ মিলিয়ন শিশু তাদের শৈশবের প্রয়োজনীয় ভ্যাকসিন দেয়নি। তবে ২০২১ সালে এই পরিসংখ্যান আরও বেশি ছিল, সেই বছর ২৪ দশমিক ৪ মিলিয়ন শিশু তাদের ভ্যাকসিন দেয়নি। ২০১৯ সালে ১৮ দশমিক ৪ মিলিয়ন শিশু তাদের টিকা থেকে বঞ্চিত ছিল। তিনটি টিকা ডোজ ডিপথেরিয়া, টিটেনাস এবং পেরটুসিস (হুপিং কাশি) এর উপর ভিত্তি করে ১৮৩টি দেশের পরিসংখ্যানটি করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও