You have reached your daily news limit

Please log in to continue


সারাদেশে ক্লিনিকে চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের চরম ভোগান্তি

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার দুই চিকিৎসকের মুক্তির দাবিতে দুই দিনের কর্মবিরতি পালন করছেন সারাদেশের গাইনি চিকিৎসকরা। এসময়ে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা ও অস্ত্রোপচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে একই পথে হেঁটেছেন অন্যান্য চিকিৎসকরা। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। চিকিৎসকদের কর্মবিরতির কারণে দেশের প্রায় ৬০ শতাংশ রোগী কার্যত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। চিকিৎসা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

শনিবার (১৫ জুলাই) গাইনি ও প্রসূতিবিদ চিকিৎসকদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা ও ডা. মুনা সাহাকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার (১৭ জুলাই) ও মঙ্গলবার (১৮ জুলাই) কর্মবিরতি পালনের এ কর্মসূচি ঘোষণা করে।

আজ ছিল কর্মবিরতি পালনের প্রথমদিন। এদিন রোগী নিয়ে রাজধানীর উত্তর বাড্ডার ইবনে সিনা হাসপাতালে মেডিসিন বিভাগের চিকিৎসকের খোঁজে আসেন সাইদুল নামে একজন। হাসপাতালে এসে জানতে পারেন কোনো চিকিৎসক নেই। অন্যদিকে সাধারণ ডায়াগনস্টিবে পরীক্ষা-নিরীক্ষা করাতে চাইলেও মঙ্গলবার পরীক্ষার ফলাফল দিতে পারবে না বলে জানিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ।

ভুক্তভোগী সাইদুল বলেন, ‘অন্য আরেকটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলাম। সেখানেও কোনো চিকিৎসক নেই। এখানে যদি পরীক্ষাও করাতে পারতাম অন্য কোনো উপায়ে চিকিৎসকের কাছে পৌঁছানোর চেষ্টা করতে পারতাম। তাও সম্ভব না। এক প্রকার বিপদেই আছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন