নিয়ম ভেঙে জরিমানা গুনলেন ট্রট-ওমরজাই
আইসিসির কোড অব কন্ডাক্ট ভেঙে শাস্তি পেলেন আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট এবং দলটির অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে নিয়ম ভাঙার অভিযোগ উঠে দুজনের বিরুদ্ধে।
ম্যাচের এক পর্যায়ে যখন বৃষ্টি বাগড়া দেয়, তখন অন-ফিল্ড আম্পায়ার মাঠ পরিদর্শনে যান। খেলা আবারও শুরু হতে দেরি হবে শুনে ওই সময় মাঠে নেমে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান ট্রট। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ট্রটের বিরুদ্ধে কোড অব কন্ডাক্টের লেভেল-১ এর ২.৮ ধারা ভঙ্গের অভিযোগ আনেন অন-ফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা এবনহ তানভীর আহমেদ, থার্ড আম্প্যার মাসুদুর রহমান এবং চতুর্থ অফিসিয়াল গাজী সোহেল। অভিযোগ প্রমাণিত হওয়ায় আফগান কোচের ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি। অন্যদিকে ওমরজাইয়ের বিরুদ্ধে ২.৫ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়। বাংলাদেশ ইনিংসের ১৫তম ওভারে স্বাগতিক দলের ব্যাটার তাওহীদ হৃদয়কে আউট করার পর বেশ আগ্রাসী ভঙ্গীতে তার দিকে ছুটে যান ওমরজাই।