![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2023/07/17/adf5730713a610693889ceefcd845b8c-64b4e4cd60002.jpg)
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবহার বন্ধে নিজস্ব কম্পিউটার অপারেটিং সিস্টেম চালু করল চীন
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩, ১৪:৫৩
চীন গত সপ্তাহে প্রথম ওপেন-সোর্স ডেস্কটপ অপারেটিং সিস্টেম (ওএস) চালু করেছে। বিদেশি প্রযুক্তি থেকে মুক্ত হওয়ার লক্ষেই এই চেষ্টা করছে দেশটি। তবে নাগরিকেরা এটি ব্যাপকভাবে ব্যবহার করবে কি না সেটিই এখন চীনের সামনে বড় চ্যালেঞ্জ।
নতুন এই ওএসের নাম ‘ওপেনকাইলিন’, যা রাষ্ট্রীয় মালিকানাধীন ‘চায়না ইলেকট্রনিকস করপোরেশন’ বানিয়েছে। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান চীনের সেমিকন্ডাক্টর, সফটওয়্যার এবং টেলিযোগাযোগ পণ্য তৈরি করে থাকে। এর লক্ষ্য বিদেশি মালিকানাধীন সফটওয়্যারের বাজার দখল করা। যা বর্তমানে চীনে বাজারে আধিপত্য বিস্তার করছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- প্রযুক্তির ব্যবহার