যুক্তরাজ্যের প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করেছেন এবং ৪০ প্রায় লাখ ব্যক্তি পেশাগত কাজে এর ব্যবহার করেছেন বলে জানা গেছে এক জরিপ থেকে।
গত নভেম্বরে চ্যাটজিপিটি উন্মুক্ত হওয়ার পরপরই মনোযোগের কেন্দ্রে চলে আসে জেনারেটিভ এআই। প্রযুক্তিটি মানুষের দেওয়া প্রম্পট বা নির্দেশনা অনুসারে লিখে বা ছবি ব্যবহার করে মানুষের মতোই জবাব দিতে পারে।
অ্যামাজনের অ্যালেক্সার মতো কণ্ঠনিয়ন্ত্রিত স্পিকার যতো দ্রুত জনপ্রিয়তা পেয়েছিল, নতুন জেনারেটিভ এআইগুলোর গ্রাহক টানার হার তার চেয়েও বেশি বলে উঠে এসেছে হিসাবরক্ষণ কোম্পানি ডেলোইটের করা জরিপে।
১৬ থেকে ৭৫ বছর বয়স্ক জনসংখ্যার ২৬ শতাংশ জেনারেটিভ এআই ব্যবহার করেছেন, সংখ্যায় যা প্রায় এক কোটি ৩০ লাখ এবং এদের ১০ শতাংশ প্রতিদিন অন্তত একবার ব্যবহার করেন – বলেছে ডেলোইট।