ক্যানারি দ্বীপপুঞ্জে ভয়াবহ দাবানল, হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে

বিডি নিউজ ২৪ স্পেন প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ২২:৩৩

ক্যানারি দ্বীপপুঞ্জের লা পালমা দ্বীপে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় সেখানকার বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ করা হয়েছে।


জরুরি উদ্ধারকর্মীরা দাবানল নিয়ন্ত্রণে আনতে দিনরাত এক করে কাজ করছেন।


বিবিসি জানায়, শনিবার ভোরের দিকে শুরু হওয়া ওই দাবানল এরইমধ্যে সাড়ে চার হাজার হেক্টর ভূমি গ্রাস করেছে। অন্তত একডজন বাড়ি-ঘর দাবানলে পুড়ে গেছে।

বিভিন্ন সংস্থার প্রায় চারশ’ কর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। সেখান থেকে প্রায় চার হাজার ২৫৫ জন বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু অনেকে এখনো ঝুঁকি মাথায় নিয়ে সেখানে রয়ে গেছেন। তারা নিজ নিজ বাড়ি ছাড়তে রাজি হচ্ছেন না বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।


লা পালমা দ্বীপে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনে যাচ্ছে। দুই বছরও হয়নি সেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতে হাজার হাজার বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও