কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজধানীর ২৫ ভবনমালিককে জরিমানা

সমকাল ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ২১:৩১

মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ, মশা ও লার্ভা পাওয়ার দায়ে ২৫ ভবনমালিককে ১০ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেছে রাজধানীর দুই সিটি করপোরেশন। নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 


ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানায়, মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযানের অষ্টম দিনে এডিসের লার্ভা পাওয়ায় ১৩টি ভবনমালিককে মোট ৮ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়। গত ৮ জুলাই থেকে শুরু হওয়া অভিযানে রোববার পর্যন্ত ৮ দিনে ১২০ ভবনমালিককে মোট ৮৯ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রোববার ১২ স্থাপনার মালিককে ১ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। পূর্ব ও দক্ষিণ গোরান, কামরাঙ্গীরচর, ইসলামপুর, পূর্ব জুরাইন ও মাতুয়াইল এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও