![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2023/07/16/9ef3b49391a7b928e5a3f5cf2c73bbd3-64b3df509a877.jpg)
টমেটোর কেজি ২০০ রুপি, মেন্যু থেকে বাদ দিচ্ছে ম্যাকডোনাল্ডস
টমেটো ফল না সবজি—এই নিয়ে একসময় অনেক বিতর্ক হতো ভারতে, এখন তা আর নেই। তার জায়গা দখল করেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম। কয়েক সপ্তাহ ধরে টমেটোর দাম ঊর্ধ্বমুখী।
ভারতে সাধারণত ৪০-৫০ রুপিতে প্রতি কেজি টমেটো পাওয়া যায়। কিন্তু কয়েক সপ্তাহে কিছু কিছু অঞ্চলে দাম বাড়তে বাড়তে ২০০ রুপিতে ঠেকেছে বলে বিবিসি বলছে। হঠাৎ খুব দামি হয়ে যাওয়া এই খাদ্যপণ্য পকেটের যে চাপ তৈরি করেছে, তাতে রান্নাঘর থেকে সড়ক—সর্বত্র বিপর্যয় দেখা দিয়েছে।
এর মধ্যেই সম্প্রতি খবরের শিরোনাম হয়েছে ম্যাকডোনাল্ডস। সেটা নতুন কোনো খাবার মেন্যুতে যোগ করা নিয়ে নয়। বহুজাতিক খাদ্য সরবরাহকারী এই কোম্পানি ভারতের উত্তর ও পূর্বাঞ্চলের বেশির ভাগ আউটলেটের মেন্যু থেকে টমেটো বাদ দিচ্ছে।
খাবারের মেন্যু থেকে টমেটো বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করে ম্যাকডোনাল্ডস বলেছে, ভালো মানের টমেটো পাওয়া যাচ্ছে না। কারণ, এবার এ কৃষিপণ্যের মৌসুমি ফলনে সমস্যা ছিল।
ভারতের বেশির ভাগ মানুষ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির। নিত্যপ্রয়োজনীয় খাদ্যের আকাশচুম্বী দাম এই শ্রেণির মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত।