কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৫ টোটকা: অ্যালার্জির ওষুধ ছাড়াও ত্বকের লালচে ভাব, অস্বস্তি নিরাময় করা যায়

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ১৫:৫৮

চোখে দেখা যাচ্ছে না কিন্তু মনে হচ্ছে সারা গায়ে কী যেন কামড়াচ্ছে। হঠাৎই লাল হয়ে ফুলে উঠছে, এমন অস্বস্তি হচ্ছে যে স্থির হয়ে থাকাই দায়। বর্ষাকালে এমন সমস্যার সম্মুখীন হতে হয় অনেককেই। কখনও মনে হয় বর্ষার স্যাঁতসেঁতে বিছানাতেই বোধ হয় কোনও পোকামাকড় বাসা বেঁধেছে। তো কেউ আবার মনে করেন ঘামের পোশাকের মধ্যেই হয়তো কিছু লুকিয়ে রয়েছে। তবে চিকিৎসকেরা বলছেন, ত্বকের এই অস্বস্তির জন্য কোনও পরজীবি নয়, বাতাসের আপেক্ষিক আর্দ্রতাই দায়ী। ঘাম, স্যাঁতসেঁতে আবহাওয়ায় নানা ধরনের ছত্রাক, ভাইরাস এবং ব্যাক্টেরিয়ার পরিমাণ বেড়ে যায়। বাতাসে উড়তে থাকে। এগুলি সাধারণত চোখে দেখা যায় না। তবে এই সমস্যা খুব গুরুতর কিছু নয়। এর থেকে মুক্তি পাওয়ার উপায় রয়েছে বাড়িতেই।


১) নিম


স্নানের জলে কয়েকটি নিম পাতা আগে থেকে ফেলে রাখতে পারেন। আবার, নিম পাতা ফোটানো জল, তুলো করে গায়ে মাখতেও পারেন।


২) রসুন


রসুনের মধ্যে প্রাকৃতিক ভাবেই ছত্রাকনাশক যৌগ রয়েছে। ত্বকের উপর যদি সংক্রমণজনিত কোনও সমস্যা দেখা দেয়, সে ক্ষেত্রে কয়েকটি রসুন থেঁতো করে সেই রস লাগানো যেতে পারে।


৩) অ্যালো ভেরা


সংক্রমণজনিত কারণে ত্বকে কোনও রকম অস্বস্তি হলে, তা নিরাময় করতে পারে অ্যালো ভেরা। বাজার থেকে কেনা জেল বা গাছের পাতা থেকে সংগ্রহ করা শাঁস— সবই কাজ দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও