ভারতের সামনে দেড়শ ছাড়ানো সংগ্রহ বাংলাদেশের

বাংলা নিউজ ২৪ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ১৪:৪৪

উদ্বোধনী ব্যাটার শারমিন আক্তার সুপ্তা আউট হন ১৮ বলে শূন্য রান করে। এরপর ফারজানা হককে নিয়ে জুটি গড়ে পরিস্থিতি সাছমাল দেন নিগার সুলতানা জ্যোতি।


এ দুজন ফেরার পর শেষের ব্যাটারদের ছোট ছোট সংগ্রহে লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ।


রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। বৃষ্টিতে ৪৪ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ১৫২ রান। ডিলএস মেথডে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৫৪ রান।


টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বেশ ধীরগতির শুরু করেন উদ্বোধনী ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। অন্যপ্রান্ত মুর্শিদা খাতুন রান করলেও কিছুতেই রানের খোঁজ পাচ্ছিলেন না সুপ্তা। ১৮ বল খেলে কোনো রান করার আগেই আউট হন তিনি। রান আউট হয়ে মুর্শিদা খাতুনের ওপর ক্ষোভ ঝাড়েন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও