বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক-প্রযোজক তিনি। এই প্রজন্মের তারকা-সন্তানদের ‘গডফাদার’। বিনোদন জগতে আলিয়া ভট্ট, বরুণ ধওয়ান, জাহ্নবী কপূর, অনন্যা পাণ্ডের মতো তারকা-সন্তানদের হাতেখড়ি কর্ণ জোহর প্রযোজিত ছবির মাধ্যমেই। এর জন্য কর্ণকে কম সমালোচনার মুখেও পড়তে হয়নি। বলিউডের স্বজনপোষণের ধ্বজাধারী তিনি, তাঁর বিরুদ্ধে এই অভিযোগও উঠেছে একাধিক বার। তাতে অবশ্য নিজের স্বভাব পাল্টে ফেলেননি কর্ণ। তবে এখন তিনি অনেক পরিমিত, কিছুটা সাবধানীও। তা সত্ত্বেও সমালোচনা তাঁর পিছু ছাড়ে না। সম্প্রতি এক তারকা-সন্তানের সাফল্যে তাঁকে শুভকামনা জানাতে গিয়েও নিন্দার মুখে পড়লেন প্রযোজক-পরিচালক।
You have reached your daily news limit
Please log in to continue
বলিউডে অভিষেক আরও এক তারকাসন্তানের, শুভকামনা জানাতে গিয়েই ফের সমালোচনার শিকার কর্ণ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন