You have reached your daily news limit

Please log in to continue


রাজধানীর কিছু এলাকায় ৭ দিন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে: বিদ্যুৎ বিভাগ

রাজধানীর কিছু কিছু এলাকায় কাল রোববার থেকে সাত দিন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে। আজ শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) আওতাধীন এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় যে সাময়িক অসুবিধার হবে, সে জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপনের কাজ শুরু হচ্ছে। কাল সকাল ৭টা থেকে আগামী শনিবার (২২ জুলাই) বিকেল ৫টা পর্যন্ত এই ট্রান্সফরমার স্থাপনের কাজ চলবে। এর জন্য ডিপিডিসি এবং ডেসকোর আওতাধীন কিছু কিছু এলাকায় সাত দিন বিদ্যুৎ সরবরাহ আংশিক ব্যাহত হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন