কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সমতায় ফিরল বাংলাদেশ

বার্তা২৪ প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩, ১৭:৫৬

গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে সহজ লক্ষ্য তাড়া করে সিরিজে সমতায় ফিরেছেন বাংলাদেশ যুবারা।


শুক্রবার (১৪ জুলাই) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চতুর্থ যুব ওয়ানডেতে প্রোটিয়াদের ৪ উইকেটে হারিয়ে ম্যাচের সমতা ফেরায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।


 

এর আগে বুধবার (৫ জুলাই) দুপুরে বাংলাদেশের খুলনা জেলায় শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের ট্রফি উন্মোচন করেন বাংলাদেশের অধিনায়ক আহরার আমিন ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডেভিড টিগার। সিরিজে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছেন দুই দলেরই অধিনায়ক। বৃহস্পতিবার (৬ জুলাই) দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হেরে ঘরের মাঠে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। কিন্তু তৃতীয় ওয়ানডে জিতে আবারও জয় নিজেদের দখলে নেয় প্রোটিয়ারা। তাই সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের যুবাদের। এমন সমীকরণ মাথায় নিয়ে খেলতে নেমে জয়ের ভিতটা গড়ে দেন বোলাররা। কিন্তু সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমেও ব্যর্থ মিডল অর্ডার। তাতে হারের শঙ্কাও জেগেছিল। তবে রাব্বি-বর্ণের দৃঢ়তায় সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও