You have reached your daily news limit

Please log in to continue


অনলাইন গেমিং : ভারতের বাজার বিকাশে বাধা হয়ে উঠবে করারোপ

অনলাইন গেমিংয়ের ওপর ২৮ শতাংশ করারোপের সিদ্ধান্ত নিয়েছে ভারত। শিল্পসংশ্লিষ্টরা বলছেন, নতুন এ সিদ্ধান্ত শিল্পটির জন্য অস্তিত্বগত হুমকি তৈরি করেছে। এমনকি এর বিকাশকে বাধাগ্রস্ত করে সম্পূর্ণভাবে ধ্বংসের দিকেও নিয়ে যেতে পারে। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) কাউন্সিলের এ সিদ্ধান্তের পর ভারতীয় অনলাইন গেমিং প্লাটফর্ম এবং ক্যাসিনোর শেয়ারমূল্যও কমেছে। খবর বিবিসি।

ভারতের ৯০০-এর অধিক গেমিং স্টার্টআপ তাদের প্রতিটি গেম বাবদ যে পরিমাণ অর্থ নেয় তার বিপরীতে খুব সামান্য কর দিয়ে আসছিল। নতুন ব্যবস্থার অধীনে, গেমিং লেনদেনের পূর্ণ অভিহিত মূল্য (ফেসভ্যালু) হিসাবে গেমারদের কাছ থেকে সংগৃহীত সম্পূর্ণ অর্থ এখন করের আওতায় আসবে। এর অর্থ, গেমিং স্টার্টআপগুলো এখন খেলোয়াড়দের কাছ থেকে সংগৃহীত অতিরিক্ত চার্জসহ লেনদেনের সম্পূর্ণ মূল্যের ওপর করারোপ করা হবে। সব মিলিয়ে গেমিং স্টার্টআপগুলোর ওপর করের বোঝা উল্লেখযোগ্য হারে বাড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন