
কখন বুঝবেন আপনার ডেঙ্গু হয়েছে
দেশ রূপান্তর
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩, ১০:০৬
অনেকেই সাধারণ জ¦র ভেবে শুরুতে ডেঙ্গু জ¦রকে অবহেলা করেন। এ সময় কোনো জ¦রকেই অবহেলা করা যাবে না। জ¦রের সঙ্গে নিচের ৭ লক্ষণের যে কোনো ২টি থাকলেই ডেঙ্গু সন্দেহ করবেন এবং দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন।
লক্ষণ
১. তীব্র মাথাব্যথা
২. চোখে ব্যথা (বিশেষ করে পেছনের দিকে)
৩. হাড় বা মাংসে ব্যথা
৪. বমি বমি ভাব
৫. বমি হওয়া
৬. চামড়ায় ফুসকুড়ি (ৎধংয)
৭. গ্ল্যান্ড ফুলে যাওয়া