![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x506x1%2Fuploads%2Fmedia%2F2023%2F07%2F13%2FUntitled-7-5a846dde3b320-03b3c1dec0bb823134b988042330df32.jpg%3Fjadewits_media_id%3D868198)
ঢাকায় শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩, ১০:২৮
সংগীত এবং নৃত্য সংস্কৃতির একটি অপরিহার্য উপাদান যা অঞ্চল ভেদে মানুষের জীবনযাত্রার একটি সংক্ষিপ্ত বিবরণ দেয়। সংগীত সাধারণত প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত হয় এবং চারপাশের সৌন্দর্যকে চিত্রিত করে। একই ভাবে, নৃত্য শুধু একটি অঞ্চল নয়, সাংস্কৃতিক ভূগোলে বিস্তৃত অঞ্চলের জীবনযাত্রার দৃশ্যায়ন চিত্রিত করে।
শাস্ত্রীয় সংগীত এবং নৃত্যের প্রসার, প্রচার ও নতুন প্রজন্মের শিল্পীদের এসব বিষয়ে আরও উৎসাহী করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সংগীত, নৃত্য এবং আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আগামী ১৪-১৫ জুলাই বিকাল ৫টা থেকে জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব ২০২৩’। এই উৎসবে অংশগ্রহণ করবেন দেশবরেণ্য বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত ও নৃত্যশিল্পীবৃন্দ।
- ট্যাগ:
- বিনোদন
- নৃত্য উৎসব
- শাস্ত্রীয় সংগীত