দেড় কিলোমিটারের মধ্যে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশের দিকে সবার নজর
ঢাকায় মাত্র দেড় কিলোমিটারের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি সমাবেশ করছে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকেরা যখন ঢাকায় অবস্থান করছেন, তখন প্রধান দুই দলের শক্তি দেখানোর এই সমাবেশকে ঘিরে রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে।
সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দিতে বিএনপি আজ সমাবেশ করছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নয়াপল্টন এলাকায়। বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা আরও ৩৬টি দল আজ এই এক দফার ঘোষণা দেবে।
দুপুরের আগেই বিএনপির নেতা-কর্মীদের অংশগ্রহণে ভরে গেছে সমাবেশস্থল।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সমাবেশ করছে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে। নির্বাচন ঠেকানো যাবে না—সমাবেশ থেকে এই বার্তা দেবে ক্ষমতাসীন দল।
যদিও পুলিশ ২৩ দফার একই ধরনের শর্তে দুই দলকে সমাবেশ করার অনুমতি দিয়েছে; তবে দল দুটির বড় জমায়েত দেখানোর চেষ্টায় জনমনে কিছুটা আতঙ্কও রয়েছে।
রাজধানীর রাস্তায় যানবাহন চলাচল তুলনামূলক কম দেখা যাচ্ছে।