জব্দ হেরোইনের প্যাকেটে পাওয়া গেল আচার!

আরটিভি নাটোর সদর প্রকাশিত: ১২ জুলাই ২০২৩, ১২:২৪

নাটোর সদর উপজেলার রাজশাহী-নাটোর মহাসড়কের বাবুর পুকুরপাড় এলাকায় প্রায় দুই বছর আগে এক যাত্রীবাহী বাস তল্লাশি করে এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ২৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য এক কোটি ২৯ লাখ টাকা। কিন্তু ওই হেরোইনের প্যাকেটে আচারের মতো বস্তু মিলেছে।


বুধবার (১২ জুলাই) নাটোর জজ কোর্টের পিপি অ্যাড. মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১১ জুলাই) নাটোর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দিন উপস্থিতিতে এ ঘটনা ঘটে।


অভিযুক্ত ব্যক্তি বগুড়া জেলার পাল্লাপাড়া এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে মাসুম হোসেন (৩৭)।


আদালত সূত্রে জানা যায়, নাটোর সদর থানার উপপরিদর্শকের অভিযোগের ভিত্তিতে আদালতে তার বিরুদ্ধে মাদক মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। পরে মঙ্গলবার মামলার যুক্তি ও তর্কের দিন ধার্য করে আদালত। কিন্তু তার আগেই বিচারক আদালতে আলামত উপস্থাপনের নির্দেশ দেন। এ সময় আলামত খোলা হলে, ১ কেজি ২৯০ গ্রাম হেরোইনের সাতটি প্যাকেটে আচারের মতো বস্তু দেখতে পান। পরে মামলার বাদী ও তদন্ত কর্মকর্তাকে আগামী ১৭ জুলাই ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন আদালত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও