আলো নয়, অন্ধকার ছড়াচ্ছেন নুর
পাশাপাশি দুই গ্রামের মধ্যে সব বিষয় নিয়ে রেষারেষি। দুই গ্রামে দুটি স্কুলও আছে। একবার ঠিক হলো, দুই গ্রামের মধ্যে প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতায় নেতৃত্ব দেবেন দুই স্কুলের শিক্ষক। প্রতিযোগিতার নিয়ম হলো, এক শিক্ষক আরেক শিক্ষককে প্রশ্ন করবেন। যার উত্তর ভুল হবে, তিনি হেরে যাবেন। প্রথম শিক্ষক শুরুতেই প্রশ্ন করলেন, বলুন তো ‘I don’t know’ অর্থ কী? প্রতিপক্ষের শিক্ষক চিৎকার করে বললেন, ‘আমি জানি না।’ ব্যস, সঙ্গে সঙ্গেই প্রথম শিক্ষকের গ্রামের লোকজন হৈহৈ করে উঠলেন, জানে না, জানে না। সঠিক উত্তর দিয়েও হেরে গিয়েছিলেন প্রতিপক্ষ শিক্ষক। ২০১৮ সালে ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন ছিল তেমনই একটির ওপর চালাকি আন্দোলন। কোটার মাধ্যমে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, এমন একটি ভুল ধারণা ছড়িয়ে দিয়ে ছাত্রসমাজকে ক্ষুব্ধ করা হয়েছে। বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয়ই ছিল মুক্তিযুদ্ধের মূল চেতনা। কোটা পদ্ধতির মাধ্যমে সেই বৈষম্য দূর করারই উদ্যোগ নেওয়া হয়েছিল। পিছিয়ে পড়া মানুষদের মূলধারায় অন্তর্ভুক্ত করতেই বিভিন্ন দেশে কোটা পদ্ধতি রয়েছে। কোনো সভ্য দেশ কোটামুক্ত থাকতে পারে না। কোটা সংস্কার আন্দোলনের মূল টার্গেট অবশ্য ছিল মুক্তিযুদ্ধ। ছাত্র অধিকার পরিষদ সুকৌশলে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের বিষয়ে খেপিয়ে তুলেছিল। শরীরে ‘আমি রাজাকার’ লিখে মাঠে নামার ঔদ্ধত্য কোটা আন্দোলনের কর্মীরাই দেখিয়েছিল। নুরুল হক নুরের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনের নেতারা সাফল্যের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করেছিল, মুক্তিযুদ্ধের আবেগ প্রশ্নবিদ্ধ করেছিল।