বাংলাদেশ কোচের প্রতি জামাল কৃতজ্ঞ কেন?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১২ জুলাই ২০২৩, ১২:২৫

ভারতের বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ। ১৪ বছর পর খেলেছে সেমিফাইনাল। সেখানে কুয়েতের বিপক্ষে লড়াই করে অতিরিক্ত সময়ে হেরে বিদায় নিয়েছে। তবে লাল সবুজ দলের পারফরম্যান্স সবার দৃষ্টি কেড়েছে। এর পেছনে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অবদান কম নয়। এবার পুরো দলকে খোলনলচে পাল্টে দিয়েছেন ৩৭ বছর বয়সী কোচ। তাইতো বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসে কোচের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।


সাফে গ্রুপ পর্বে লেবাননের বিপক্ষে লড়াই করে হার। মালদ্বীপ ও ভুটানকে হারিয়ে সেমিফাইনালের দরজায় পা রাখা। নকআউট পর্বে কুয়েতের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স সবাই দেখেছে। এবার বাংলাদেশের এমন জমাট পারফরম্যান্স দেখে সবাই অবাক হয়েছে। দলের খেলার এমন আশাজাগানিয়া পরিবর্তনে খুশি সবাই। তাইতো বাফুফে অর্ধ কোটি টাকা বোনাস সবার হাতে তুলে দিয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও