ফন ডার সার এখন বিপদমুক্ত, প্রাণসংশয় নেই
স্ট্রোকে আক্রান্ত এডউইন ফন ডার সারকে নিয়ে দুশ্চিন্তা ছিল। কিন্তু মঙ্গলবার তাঁর স্ত্রী অ্যানমেরি জানিয়েছেন, নেদারল্যান্ডসের কিংবদন্তি এ গোলকিপার এখনো হাসপাতালের নিবিড় পরিচর্যা বিভাগে থাকলেও বিপদমুক্ত হয়েছেন। তাঁর প্রাণ নিয়ে শঙ্কা কেটে গেছে। পরিবারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যেতে পারছেন আয়াক্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নস লিগজয়ী সাবেক এই গোলকিপার।
ক্রোয়েশিয়ায় পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন ফন ডার সার। সেখানে ৭ জুলাই স্ট্রোকের (মস্তিষ্কে রক্তক্ষরণ) শিকার হওয়ার পর হেলিকপ্টারে করে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ৫২ বছর বয়সী ফন ডার সারের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন অ্যানমেরি।
তাঁর উদ্ধৃতি প্রকাশ করেছে ডাচ ক্লাব আয়াক্স, ‘এডউইন এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছে কিন্তু তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তার প্রাণ নিয়ে এখন শঙ্কার কিছু নেই। সে আমাদের (পরিবার) সঙ্গে যোগাযোগ করতে পারছে। কতটা উন্নতি করে, সেটাই এখন ধৈর্য ধরে দেখতে হবে।’
- ট্যাগ:
- খেলা
- শঙ্কামুক্ত
- গোলকিপার
- স্ট্রোক