আড়াই কোটি টাকায় দুই কিলোমিটার মাটির রাস্তা নির্মাণ, এক মাসের মাথায় ধস

প্রথম আলো সন্দ্বীপ প্রকাশিত: ১২ জুলাই ২০২৩, ০৭:৩৪

চট্টগ্রামের সন্দ্বীপে আড়াই কোটি টাকা ব্যয়ে দুই কিলোমিটার রাস্তা নির্মাণের এক মাসের মাথায় ধস দেখা দিয়েছে। পাঁচ দিন আগে জোয়ারের ঢেউয়ে সড়কটির নদীপ্রান্তের অংশে গাইডওয়াল ধসে পড়েছে। জোয়ারের পানি ও বৃষ্টিতে ধুয়ে গেছে সড়কের কিছু অংশের মাটি। এর ফলে সড়কের একাধিক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে।


সড়কটির অবস্থান উপজেলার গাছুয়া ইউনিয়নে। গাছুয়া আমির মোহাম্মদ নৌঘাট এলাকায় মূল বেড়িবাঁধ থেকে সড়কটি শুরু হয়ে চরের ওপর দিয়ে সাগরের দিকে গিয়ে শেষ হয়েছে। এই নৌঘাটে ফেরিঘাট করার প্রস্তাব রয়েছে। সেখানে যানবাহন চলাচলের জন্য সড়কটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।


দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে সড়কটি নির্মাণ করা হয়েছে। ওই কার্যালয় সূত্র জানায়, ২ কিলোমিটার দীর্ঘ ও ২০ ফুট চওড়া সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা। গত মার্চ মাসের শেষ সপ্তাহে নির্মাণকাজ শুরু হয়। জুন মাসের প্রথম সপ্তাহে কাজ শেষ করা হয়। সড়কটির নদীপ্রান্তের মাটি ধরে রাখার জন্য ৭০০ মিটার অংশে গাইডওয়াল নির্মাণ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও