কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভোজ্যতেলের দাম কমলো লিটারে ১০ টাকা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ জুলাই ২০২৩, ২০:২৯

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় দেশের বাজারেও প্রতি লিটারে ৮ থেকে ১২ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে।


বুধবার থেকেই নতুন এই দর কার্যকর হবে বলে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে।


এর আগে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মন্ত্রণালয়ে চিঠি দিয়ে নতুন দরের কথা জানান হয়।


সেখানে বলা হয়, ১২ জুলাই থেকে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম খুচরায় ৮ টাকা কমিয়ে সর্বোচ্চ ১৫৯ টাকায় বিক্রি করা হবে। একইভাবে বোতলের সয়াবিন তেল লিটারে ১০ টাকা কমিয়ে সর্বোচ্চ ১৭৯ টাকায় বিক্রি করা হবে।


সেই হিসাবে ৫ লিটারের বোতলের সর্বোচ্চ দাম হবে ৮৭৩ টাকা, যা এতোদিন ৯১৬ টাকা ছিল। অর্থাৎ এখানে দাম কমেছে ৪৩ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও