যেভাবে বাংলাদেশ থেকে সংগ্রহ করা যাবে বিশ্বকাপের টিকিট
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১১ জুলাই ২০২৩, ১৫:৩৬
আগামী অক্টোবরে ভারতের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে আইসিসির মেগা ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপের। ভেন্যু আর সূচি চূড়ান্তের পর এবার কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিতব্য ম্যাচের টিকেটের দামও প্রকাশ করা হয়েছে। এবারের আসরের মোট ৫ টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে কলকাতা। তবে প্রত্যেক ম্যাচের জন্য টিকেটের আলাদা দাম নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
গতকাল সোমবার কলকাতার ভেন্যুর টিকেটের দাম প্রকাশ করেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সবমিলিয়ে ৬৫০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত খরচ করতে পারলেই ইডেনের মাঠে বসে দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ। তবে ভক্ত-সমর্থকদের মনে প্রশ্ন বাংলাদেশ থেকে কিভাবে সংগ্রহ করা যাবে বিশ্বকাপ ম্যাচের টিকিট।
- ট্যাগ:
- খেলা
- টিকিট
- ওয়ানডে বিশ্বকাপ