ইরানের সঙ্গে সম্পর্ক অবনতির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েল সামরিক মহড়া

www.ajkerpatrika.com ইসরায়েল প্রকাশিত: ১১ জুলাই ২০২৩, ১৪:৫১

ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। ইসরায়েলে চলমান এই মহড়ায় আকাশে রিফুয়েলিং এবং দূরপাল্লার লক্ষ্যে আঘাত হানাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।  


ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, বিভিন্ন পরিস্থিতিতে কী ধরনের ব্যবস্থা নিতে হবে তার মহড়া হবে। দূরপাল্লায়  আঘাতের বিষয়টি খুবই গুরুত্ব পাবে।


যুক্তরাষ্ট্রের সেনার সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) তরফ থেকে বলা হয়েছে, এই মহড়ার নাম দেওয়া হয়েছে, ‘জুনিপার ওক’। ইসরায়েলের প্রতিরক্ষায় আমেরিকা কতটা দায়বদ্ধ তার প্রমাণ এই মহড়া।  


যুক্তরাষ্ট্রের দাবি, উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করাটাই তাদের মূল লক্ষ্য। এই অঞ্চলে আরব দেশগুলোর বিরুদ্ধে যাতে কোনোরকম আক্রমণ না হয়, সেটা ঠেকানোর লক্ষ্যেই এ মহড়া। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও