![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-07%252F46dd1637-c4b9-4e46-94de-6caf74f90d95%252Fpopulation.PNG%3Frect%3D0%252C72%252C698%252C366%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F5a36c819-05a2-4bfb-ac50-57dd67355acb%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
আমাদের জনসংখ্যানীতিকে সাজাতে হবে নতুনভাবে
আজ ১১ জুলাই ২০২৩। সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস।
১৯৮৭ সালের এই দিনে বিশ্বের জনসংখ্যা ৫০০ কোটিতে উপনীত হয়। এ পরিপ্রেক্ষিতে ১৯৯০ সালে তারিখটিকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ সাধারণ পরিষদ। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘জেন্ডার সমতাই শক্তি: নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন’।
২০২২ সালের জনশুমারি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের দেশে নারী ও পুরুষের অনুপাত ১০০: ৯৮.০৪। এবারের প্রতিপাদ্যের আলোকে আমাদের দেশে জেন্ডার সমতা ও নারীর অধিকার সমুন্নত রাখা এবং নারী ও কন্যাশিশুর শক্তিকে কাজে লাগানোর বিষয়টি গণপরিসরে ব্যাপক আসবে, এমনটিই কাম্য।
- ট্যাগ:
- মতামত
- বিশ্ব জনসংখ্যা দিবস
- জনসংখ্যা