কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘আরআরআর’ এর দ্বিতীয় ভাগ পরিচালনা করবেন না রাজামৌলি! কী বললেন পরিচালকের পিতা?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১০ জুলাই ২০২৩, ১৭:১৩

চলতি বছরে অস্কার মঞ্চে নজির সৃষ্টি করেছিল রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ছবি ‘আরআরআর’। সেরা সঙ্গীত বিভাগে এসএস রাজামৌলি পরিচালিত এই ছবির জনপ্রিয় ‘নাটু নাটু’ গানটির ঝুলিতে আসে অস্কার। দেশে বক্স অফিস সাফল্য এবং আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতির পর এই ছবির সিক্যুয়েল নিয়েও চর্চা শুরু হয়েছে। ছবির যে দ্বিতীয় ভাগ নিয়ে নির্মাতারা যে ভাবনাচিন্তা করছেন, সে খবর আগেই পাওয়া গিয়েছিল।


তবে এ বার ছবিকে ঘিরে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। অনুরাগীদের অনুমান ছিল ‘আরআরআর ২’ পরিচালনা করবেন রাজামৌলিই। কিন্তু এখন শোনা যাচ্ছে, তিনি ছবিটি পরিচালনা না-ও করতে পারেন। আর এই খবর দিয়েছেন স্বয়ং ছবির গল্পকার তথা রাজামৌলির বাবা কেভি বিজয়েন্দ্রপ্রসাদ। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে তিনি এই ছবি নিয়ে বেশ কিছু নতুন তথ্য প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, ছবিতে রাম চরণ এবং এনটিআর জুটি তো থাকছেই। পাশাপাশি এই ছবিকে হলিউডের স্তরে নির্মাণ করার পরিকল্পনা রয়েছে তাঁদের। বর্ষীয়ান চিত্রনাট্যকারের কথায়, ‘‘হলিউডের কোনও বড় প্রযোজনা সংস্থার সঙ্গে আমাদের গাঁটছড়া বাঁধার পরিকল্পনা রয়েছে।’’ ‘আরআরআর’ ছবির একটি দৃশ্যে রাম চরণ এবং জুনিয়র এনটিআর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও